শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হিন্দু সনাতন ধর্মের নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন রাত নয় টায় কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠ সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে, এবং হিন্দু ধর্মাবলীর যে কোন প্রকার অনুষ্ঠান ও ধর্মীয় উৎসব উদযাপনে সেনাবাহিনীর পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা বজায় রাখা হবে। যাতে করে হিন্দু ধর্মাবলীরা তাদের ধর্মীয় যেকোনো উৎসব উদযাপন করে যেতে পারে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার তাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post