মসিয়ার রহমান কাজল,বেনাপোল: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
রবিবার ১৩(জুলাই)যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি এবংবেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, জিরা কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,৮৩,০৫০/-(দুই লক্ষ তিরাশি হাজার পঞ্চাশ) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।তিনি জানান,সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য //

Discussion about this post