নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা আইনগত সহায়তা কমিটি, জেলা আইনজীবী সমিতি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন হলরুমে স্থানীয় উন্নয়ন সংস্থা আপোসের সহযোগিতায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
নওগাঁ এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট এম.এইচ.এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও খান ফাউন্ডেশনের ভয়েস ফর চেইঞ্জ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ আরিফুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত ইলিয়াস কবির, পিপি আবু জাইদ মো. রফিকুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আপোসের নির্বাহী পরিচালক এস.এম. শহিদুল আলম, ভয়েস ফর চেইঞ্জ প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান লিয়ন, প্রজেক্ট অফিসার আরিফা খাতুন, শাহীনা লাইজু, নাটোরের জেলা প্রকল্প কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংগঠকরা।
সভায় বক্তারা বলেন, “আইনগত সহায়তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেবা যা প্রান্তিক ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করে। এই কার্যক্রমকে আরও কার্যকর ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে হবে। আইনি সহায়তার বর্তমান অবস্থা, বাস্তবায়নে চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

Discussion about this post