আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী এবং চোরা কারবারির এক সদস্যকে গ্রেফতার করে আদালতে
প্রেরণ করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধামশুর এলাকার মৃত আবু সাঈদের ছেলে হেরোইন ব্যবসায়ী উজ্জ্বল এবং পৌরসভার ৭নং ওয়ার্ড এলাকার মৃত খোরশেদের ছেলে গাঁজা ব্যবসায়ী রবি মিয়া ভুট্টো।
এ সময় দুই মাদক ব্যবসয়ীদের কাছ থেকে প্রায় লাখ টাকা গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়াও পৌরসভা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ডিসকভার ১২৫ সিসি’র একটি চোরাই মটরসাইকেলসহ চোরা কারবারির সদস্য কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত সালেকের ছেলে কাজল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শনিবার (১৯ জুলাই) দুপুরে নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক, জুয়া ও চুরি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post