রফিকুল্লাহ্ কালবী, কুষ্টিয়া:
কুষ্টিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আব্দুল আওয়াল (রহ) এর জীবন ও কর্মের উপরে আলোচনা অনুষ্ঠান হয়েছে।
গতকাল বাদ আছর ‘ইমাম গাজ্জালি সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে কুষ্টিয়া মডেল মসজিদের সেমিনার কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি ইবরাহিম খলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এটিএম ইউনুস আলী। মাওলানার জীবনী পাঠ করেন তায়েফ হাসান খান অন্তর। সংস্থার সেক্রেটারি শাহেদুল হক শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলখানা জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন, সাংবাদিক সাইফ উদ্দীন আল আজাদ, অধ্যাপক ওবায়দুর রহমান প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।

Discussion about this post