এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রত্যয়ে জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক মোঃ আবুল কালাম সাজাদ।
অধ্যক্ষ মোহাঃ কামরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা উন্নয়ন কমিটির আহবায়ক জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক। কুরআন তেলাওয়াত করেন শরীরচর্চা শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ রহিদুল ইসলাম ও ইংরেজি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মাহফুজা আক্তার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উম্মে হাবিবা ও জান্নাত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন সিদ্দিকী।

Discussion about this post