মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মথুরাপুর বিওপির অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলার (জিআর নং-৬৯৩৪৪৮, মানচিত্র ৭৯এ/এ৯) সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিরা ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে পাড়ি জমিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষে ভারতীয় কর্তৃপক্ষ খড়কাবাহাদুর ক্যাম্প থেকে তাদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পুশইন করে।
পুশইনের পর বিজিবি সদস্যরা তাদের আটক করে বিভিন্ন ক্যাম্পে হেফাজতে নেয়। এর মধ্যে কাজীপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ৬ জনকে হেফাজতে নেওয়া হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইদ্রিস আলীর ছেলে ইকরামুল ইসলাম (৫৫), একই উপজেলার আব্দুল কাদের ছেলে হাসিরুল (২৮), সুবহান আলীর ছেলে শাহ আলম (১৮), আব্দুল হামিদের ছেলে জাকির আলী (২৫), ইব্রাহিমের ছেলে উছিরুল (২৮), মৃত-ইসাহকের মেয়ে ফাতেমা (৪০), রানীসংকেল উপজেলার আকবর আলীর ছেলে সোহেল (৩২), একই এলাকার ছলিম উদ্দীনের ছেলে আব্দুল কাদের (৩০), নড়াইল জেলার কালিয়া উপজেলার রাজ শেখের ছেলে মহাসিন শেখ (৩১), সদর থানার টুটুল মন্ডল (৫৫), কালিয়া উপজেলার সিদ্দিক শেখের ছেলে বরকত শেখ (২২), যশোর জেলার অভয়নগর উপজেলার ইলিয়াস শেখের ছেলে তুহিন শেখ (২৬) একই এলাকার ইলিয়াস মোল্লার মেয়ে ময়না (২২), খুলনা জেলার দিঘীলিয়া উপজেলার একরাম হোসেনের মেয়ে লতা (২৪) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্তার হোসেনের মেয়ে তানিয়া খাতুন (২৮)।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, “আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।”

Discussion about this post