মীর আনোয়ার হোসেন: সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ মঙ্গলবার টাঙ্গাইলে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হয়।
পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালামোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের মেহনতী মানুষের নেতা মাওলানা ভাসানীর নীতি ও আদর্শকে ধারন করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। তিনি বলেন ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি এই সাথে পিন্ডি ও দিল্লীর আদিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন ৬৯এর গন অভ্যুথানের কারিগর। ভাসানী যে মেহনতী মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্যেশেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরন করেই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।
তিনি বলেন ভারত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি ও তাঁত শিল্প দখল করে নিয়ে গেছে। অবিলম্বে টাঙ্গাইলের এই শাড়ি ও তাঁত শিল্প ভারতকে প্রত্যাহার করতে হবে। তিনি অন্তবর্তী সরকারের কড়া সমালোচনা করেন। আজকের জুলাই পদযাত্রা তারই একটি অংশ।
এর গত সোমবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌছে সোমবার রাতে সন্তোষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে মাজার জিয়ারত করেন।
উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ২৪ পরবর্তী বাংলাদেশে পুলিশসহ অন্যান্য বাহিনীর সমস্যরা হবে বাংলাদেশের। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। চাঁদাবাজদের একটাই পরিচয় তারা চাঁদাবাজ। সমাবেশে মুখ্য সমন্বয়রী নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র সমন্বয় সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসমিম জারা, সিনিয়র সমস্যসচিব সারোয়ার নিভা ও ডা. তাজনুভা জাবিন প্রমুখ।

Discussion about this post