কুষ্টিয়া : ১৮তম জাতীয় উশু প্রতিযোগিতায় একটি ব্রোঞ্জ পদক লাভ করেছে কুষ্টিয়ার এসএম মহিবুল্লাহ।
গত সোমবার রাজধানীর মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।
পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লী শাওপেং উপস্থিত ছিলেন। মি. লী শাওপেং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।
উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, উশু’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং টেকনিক্যাল কমিটি ও জুরী বোর্ডের চেয়ারম্যান এড. এস এম শহিদুল হক ভূঁইয়া, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, কোচ অমিত হাসান সহ সহ ফেডারেশন ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন, কোচ অমিত হাসান জানান, কুষ্টিয়া থেকে ৫ জন অংশগ্রহন করে। এর মধ্যে এসএম মহিবুল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করতে সক্ষম হয়।

Discussion about this post