গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে ২টি অবৈধ কাঠের ট্রলিং বোটসহ ৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড নিজামপুর স্টেশন সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আমখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ পিস বেহুন্দী জাল ও ২ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৮ জেলেকে আটক করা হয়।
এরপর মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানায় সূত্রটি।

Discussion about this post