সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে “জুলাই পুনর্জাগরণ” ও “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দিনাজপুর জোনের আওতাধীন সাপাহার শাখা।
বৃহস্পতিবার সন্ধ্যায় রিক সাপাহার এরিয়া অফিস চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করার মধ্যদিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে রিক দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ ওলিউল ইসলাম, সাপাহার এরিয়া ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মঙ্গল চন্দ্র রায় কোঙরসহ রিক-এর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রিক-এর এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Discussion about this post