গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর প্লাবন থেকে বাড়ি-ঘর, রাস্তাঘাট, কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী।
সোমবার সকাল ১১ টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য গণগবেষক মোসা. হালিমা আয়শা ।
সম্মেলনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রোকেয়া বেগম, ৩য় শ্রেনীর ছাত্র নাইম প্রমূখ।
এ সময় ক্ষতিগ্রস্তরা বলেন, “ আমরা পশ্চিম লোন্দা গ্রামের আনুমানিক ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। আমরা জোয়ার ভাটায় ডুবি, ভাসি। আমাদের বেঁচে থাকার জন্য এবং কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ প্রয়োজন।’
লিখিত বক্তব্যে হালিমা আয়শা বলেন,” আমাদের এই ন্যায্য দাবি আদায়ে গত বছর অক্টোবর মাস থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন করেছি। আজকে আমরা কলাগাছের ভেলায় ভেসে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মানের জোর দাবি জানাচ্ছি। এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশাল বিভাগীয় অফিসে আমাদের দাবি নিয়ে যাবো।”
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা বলেন, আমাদের প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। তিন ফসলি এই জমি অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না। আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমাদের এখানে একটা টেকসই বেড়িবাঁধ খুবই প্রয়োজন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম ভূঁইয়া বলেন,’ ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও পুন: নির্মাণের লক্ষ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।

Discussion about this post