শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১২আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আজাদুন্নবী শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, এডভোকেট বজলুর রশীদ পিপি, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মহুবর, কৃষকদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকু সহ ওলামা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও বিএনপি নেতাকমীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের ১ম মৃত্যুবার্ষিকীতে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস আলোকপাত ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে ২৪আগস্টের নিহতদের স্বরনে রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Discussion about this post