মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার এলাকায় পুকুর থেকে মাটি কেটে সড়কে ফেলার দায়ে দু’ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এসময় গাংনী থানা পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ধানখোলা বাজার এলাকার রাস্তার উপর বালি রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় বালি ব্যবসায়ী জয়নাল আবেদীনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত পতিত পুকুর খুঁড়ে মাটি উত্তোলন করে গ্রামীণ রাস্তায় মাটি ফেলে চলাচলের অনুপযোগী করায় একই এলাকার দোয়েল ব্রিকস এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post