নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া উপজেলার মিরপুর ফুলবাড়িয়া ইউনিয়নের বজলুল মন্ডলের ছেলে ড্রাইভার মহিদুলের হাতে যেন আলাউদ্দিনের প্রদীপ।
পরের গাড়িতে ড্রাইভারী করলেও এখন সে এক অর্ধশতাধিক গাড়ির মালিক এমনটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, ড্রাইভার মহিদুল বৈবাহিক সূত্রে লক্ষ্মীপুর জেলার জামাই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আত্মীয় সূত্রে জুলাই অভ্যুত্থানের পরে ওবায়দুল কাদেরের কোটি কোটি টাকা তার কাছে গচ্ছিত আছে এমনটি স্থানীয়দের অভিযোগ।
সেই টাকা দিয়ে সে গড়ে তুলেছেন বিলাসবহুলবাড়ী, গাড়ির পর গাড়ি, আর এই সকল গাড়ি ইউনিলিভার, নাভানাসহ বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া খাটছে বলে একাধিক সূত্রে জানা যায়।
এ বিষয়ে মহিদুল এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি নাটোরের এক মালিকের গাড়ির ড্রাইভার আমার বিরুদ্ধে যে সব অভিযোগের কথা বলা হচ্ছে তা শত্রুতামূলক তিনি খালেক নামক এক পুলিশ অফিসারের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি আমার বিষয়ে সব জানেন । এ বিষয়ে এলাকায় অনুসন্ধানে নেমে জানা যায়, মহিদুল এলাকার বিভিন্ন লোককে হাতে রাখার জন্য কাউকে মোটরসাইকেল ও কাউকে অর্থ দিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখার ঘটনা উঠে এসেছে। যাতে তার ফ্যাসিস্ট আত্মীয় ও টাকার উৎস লোকমুখে না ছড়ায়। এলাকাবাসীর প্রশ্ন একজন ড্রাইভার কত টাকা তার ইনকাম যে টাকা দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনে গেছে এলাকাবাসীর দাবি দুর্নীতি দমন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

Discussion about this post