নিজস্ব প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ইসলামি সংগীতের অঙ্গনে একটি নতুন এবং ব্যতিক্রমী গজল নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় ইসলামি সঙ্গীত শিল্পী ও গীতিকার, মুফতী নাইমুল হক।
সম্প্রতি তার গাওয়া নতুন গজল ‘জামায়াত চরমোনাই’ শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ইতিমধ্যেই এটি নেটিজেনদের আলোচনার জন্ম দিয়েছে। এই গজলটি কেবল একটি সঙ্গীত নয়, বরং এটি একটি বার্তা, যা ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানায়। এই গজলটির প্রধান আকর্ষণ হলো এর কাব্যিক কথা, মনোমুগ্ধকর সুর এবং ব্যতিক্রমী সংগীত আয়োজন। গানটির কথা, সুর এবং গায়কীতে রয়েছেন শিল্পী মুফতী নাইমুল হক নিজেই। তার অসাধারণ লেখনী এবং সুরের মেলবন্ধনে এই গজলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। গানে সহ-শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন মাহদি হাসান। তাদের দুজনের কণ্ঠের যুগলবন্দী গানটিকে আরও বেশি হৃদয়স্পর্শী করে তুলেছে।’জামায়াত চরমোনাই’ গজলটির নেপথ্যে আরও অনেক প্রতিভাবান কলাকুশলী রয়েছেন। গানটির মিক্স ও মাস্টারিং-এর কাজটি করেছেন কষ্ট খান, যার দক্ষতায় গানটি শ্রুতিমধুর হয়েছে। গানটির দৃষ্টিনন্দন ভিডিও পরিচালনা করেছেন ফরহাদ হোসাইন। এই প্রতিটি বিভাগের কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অসাধারণ সৃষ্টি শ্রোতাদের কাছে পৌঁছে গেছে।
গানটি রিলিজ হওয়ার পর থেকেই এটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ইউটিউবে এটি ইতিমধ্যেই হাজার হাজার ভিউ এবং লাইক পেয়েছে। শ্রোতারা গানটির কথা, সুর এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করে বলেছেন যে, এই গজলটি তাদের মনকে ছুঁয়ে গেছে এবং ইসলামি ঐক্যের বার্তা দিয়েছে। এটি কেবল একটি নতুন গান নয়, বরং এটি একটি বার্তা, যা মুসলিমদের মধ্যে ভালোবাসা, শান্তি এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে। এই সঙ্গীতটা হলো একটি নতুন যাত্রা, যা সংগীতের মাধ্যমে মানুষের হৃদয়কে সত্যের পথে পরিচালিত করবে।গানের প্রযোজনা প্রতিষ্ঠান হলো ড্রিম টিউন। এই গানটি এমন একটি সময়ে রিলিজ হয়েছে, যখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব আরও বেশি। এই গজলটি সেই প্রয়োজন পূরণ করতেই সক্ষম হয়েছে। গানটিতে ইসলামি বড় দু’দল জামায়াত ও ইসলামি আন্দোলনের নাম ব্যবহার লরা হয়েছে,এবিষয়ে মুফতী নাঈমুল হক বলেন, বৃহৎ দুটি ইসলামি দল একত্রিত হয়ে গেলে ইসলামি রাজনৈতিক শক্তি আরও মজবুত হবে,আর বাকি দলগুলো ইতিমধ্যে ইসলামি আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। অতএব, আমার কথা ও সূর ও গায়কী তে প্রকাশিত এই সঙ্গীতটি কোন বিনোদনমূলক গান নয়, বরং এটি একটি বার্তা, যা মুসলিমদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের আহ্বান জানায়।

Discussion about this post