মীর আনোয়ার হোসেন টুটুল
আগামী ১৬ জানুয়ারি রবিবার টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় শুন্য আসনের উপনির্বাচনে প্রথম বারের মত ইলেকট্রনিক্্র ভোটিং মেশিনে (ইভিএমএ) পদ্ধতিতে ভোটারদের পরীক্ষা মুলক ভাবে ভোট দেওয়ার পদ্ধতি শেকানো হয়েছে। আজ শুক্রবার ১২১ টি ভোট কেন্দ্রে পরীক্ষা মুলক ভাবে ইভিএমে ভোট গ্রহন পদ্ধতি ভোটারদের শেখানো হয় বলে টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা এস এম কামরুল হাসান জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৩৭৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮৭৭ জন। এই নির্বাচনেই প্রথম ১২১ টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৬৫ কক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। প্রথম বারের মত ইভিএম নতুন পদ্ধতিতে ভোট গ্রহন হওয়ায় ভোটারদের মধ্যে নানা সংশয় ও উদ্ধেগ রয়েছে। ভোটার মধ্যে সংশয় ও উদ্ধেগ দুর করতে ভোটের এক দিন আগে উপজেলার ১২১ ভোট কেন্দ্রে আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেকানো হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারহন চার দিন ব্যাপি প্রশিক্ষণ শেষ করে ১২১ কেন্দ্রে ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়েছেন।
উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি অসুস্থ্য হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর নির্বাচন কমিশন আসনটি শুন্য ঘোষনা করে পুননির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন। তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি রবিবার টাঙ্গাইল-৭ মির্জাপুর শুন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামীলীগের খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম জহির (লাঙ্গল) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার ছৌধরী (হাতুড়ী), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু (মোটর গাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী শ্রী মতি রুপা রায় চৌধরী (ডাব)।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের ময়মনসিংহ আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুনবী চৌধুরী বলেন, প্রথম বারের মত টাঙ্গাইল-৭ মির্জাপুর উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হলেও তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে গ্রহনের লক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসারদের এ বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়েছে। আজ শুক্রবার নির্বাচনের একদিন আগে ১২১ ভোট কেন্দ্রে পরীক্ষা মুলক ভাবে ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক আইন-শৃখলা রক্ষাকারী বাহিনীসহ বিজিবি, র্যাব, আনসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে নিয়োগ থাকবে।

Discussion about this post