মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জয় পেয়েছে ময়মনসিংহ ও রংপুর জেলা বালিকা ফুটবল দল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠত দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ বালিকা ফুটবল দল ২-১ গোলের ব্যবধানে স্বাগতিক রাজশাহী জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। ময়মনসিংহেরব মনি ২টি গোল করে। রাজশাহীর নিলা একটি গোল পরিশোধ করে।
দিনের অপর ম্যাচে রংপুর জেলা বালিকা ফুটবল দল অনন্যার ট্রিপল হ্যাটট্রিকে হেসেখেলে ১১-০ গোলের বিশাল ব্যবধানে খাগড়াছড়ি জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে। রংপুরের অনন্যা ট্রিপল হ্যাটট্রিকসহ একাই করে ১০ টি গোল। অন্য গোলটি করে সোমা।
ম্যাচের শুরু থেকেই রংপুর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ফলশ্রুতিতে তারা নিয়মিত বিরতিতে একের পর এক গোল করতে থাকে। ম্যাচের নির্ধারিত সময়ে তারা শেষ পর্যন্ত ১১ গোলে গিয়ে থামে। ম্যাচে খাগড়াছড়ি ন্যুনতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি। দলের এ সাফল্যে খেলোয়াড়দের পাশাপাশি উচ্ছ্বসিত দলের কোচ মিলন মিঞাও।

Discussion about this post