ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
আসন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ইকসু) এমফিল-পিএইচডি শিক্ষার্থীদের বাদ দেওয়াসহ ৭ দফা দাবি সংযোজনের জন্য স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) দুপুর দেড়টায় উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।
৭ দফা দাবির মধ্যে রয়েছে অছাত্র নিষিদ্ধকরণ, মাস্টার্সের ফল প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হিসেবে গণ্য করা, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ইকসু প্রার্থী বা ভোটার হতে পারবে না, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবে, প্রার্থীর বয়স, একাডেমিক রেজিস্ট্রেশন বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র ও ভর্তি সনদ যথাযথভাবে যাচাই করা, মাদকমুক্ত প্রার্থী নিশ্চিতকরণ, বহিরাগত সম্পৃক্ততা পাওয়া গেলে প্রার্থীতা নিষিদ্ধ করা। এছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতা থাকলে ইকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি যে, উপরিউক্ত প্রস্তাবিত ধারা সমূহ ইকসুর গঠনতন্ত্রে অবিলম্বে সংযোজন করা হোক। এতে একটি মেধাভিত্তিক, মাদকমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Discussion about this post