দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ড. মোফাজ্জেল হক।
গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার ডাংমড়কা আর এন ব্রীকস্ চত্বরে উপস্থিত ২০০ জন দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মোফাজ্জেল হক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদাবাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা চাঁন মহম্মদ ও বীর মুক্তিযোদ্ধা কাওছার আলীসহ স্থানীয় সুধীজন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post