কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর-লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধান অতিথি সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম এ মুজিব কর্ণারের উদ্বোধন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মুস্তাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাজেদুল আলম বাচ্চু, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি কাঞ্চন কুমার হালদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি সাদ আহাম্মদ বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য সাজেদুর রহমান, অভিভাবক সদস্য সুমন আলী, রাজা প্রামানিক, সাবেক বিদ্যুৎসাহী সদস্য আব্দুল জলিল প্রামানিক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের মুজিব কর্ণার ঘরে দেখেন।

Discussion about this post