স্পোর্টস ডেস্ক: মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।গতকাল মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট অ্যাক্যাডেমি ৮ উইকেটে মেহেরপুর এম কে এস পি কে পরাজিত করে। টসে জিতে মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি প্রতিপক্ষ এম কে এস পি কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এম কে এস পি প্রতিপক্ষ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান সংগ্রহ করে।দলের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ১৪ রান করেন। ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি অধিনায়ক সেলিম ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ টি, রনবি, সিয়াম এবং শ্রাবণ ১টি করে উইকেট লাভ করেন। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি ১৪ ওভার ৩ বল মোকাবেলা করে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সোহান ২৫ রান করেন। এম কে এস পির জাকির ও রায়হান একটি করে উইকেট লাভ করেন। টুর্ণামেন্টে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি সেলিম ম্যান অব দ্যা ফাইনাল, একই দলের রণবী সর্বোচ্চ উইকেট রক্ষক এবং উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার লাভ করেন।এম কে এস পির অধিনায়ক ডায়ান ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক জিকো, অধিনায়ক সেলিম। এর আগে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post