Tag: কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়ায় অপহৃত ছাত্রের পরিবারের কাছে মুক্তিপণ দাবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অপহরণের পর তিন দিন পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসা ছাত্র নাঈমের (১৩) খোঁজ মেলেনি। এরই মধ্যে কয়েক দফা মোবাইলে ফোন করে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা।গত রবিবার (২৭ মার্চ) বিকেলের পর থেকে নাঈমকে কোথাও খুঁজে না পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা নাছরিন খাতুন। অপহৃত নাঈমের মা নাছরিন খাতুন সাংবাদিকদের জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় হুমকী ধামকী দিচ্ছেন। মোবাইলে ছেলেকে নির্যাতনের অডিও শোনাচ্ছেন। আদরের সন্তানকে না পেয়ে পাগল প্রায় নাঈমের পিতা-মাতা। ছেলেকে ফিরে পেতে বার বার র‌্যাব-পুলিশের কাছে ছুটে যাচ্ছেন। পুলিশ বলছে নাঈমকে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে নেমেছেন। কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখ ও নাছরিন খাতুন দম্পতির সন্তান মোঃ নাঈম (১৩)। সে পার্শবর্তী জুগিয়া পালপাড়া এলাকার লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী। নাঈমের মা নাছরিন খাতুন তিন বেলা বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে নাঈমের জন্য খাবার দিয়ে আসেন। সর্বশেষ রবিবার বিকেলে পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ নাঈমের সাক্ষাত হয়। এরপর থেকে তাকে কোথাও  খুঁজে না পেয়ে পরদিন সোমবার কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। তবে নিখোঁজের পর থেকেই মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এরই মধ্যে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে কিছু টাকা দিয়েছে তার পরিবার। নাঈমের পিতা মিল্টন শেখ জানান, মুক্তিপণ দাবি করে ফোন করায় তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনসহ তারা সবার সহযোগিতা কামনা করেছেন। এদিকে নাঈম নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছেন মাদ্রাসার সহপাঠী ও শিক্ষকরা। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছাব্বিরুল আলম জানান, মাদ্রাসা শিক্ষার্থী নাঈম নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন। এ ব্যাপারে কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. ইলিয়াস খান বলেন, মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার ও অপহৃত নাঈমকে উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চলছে। দৈনিক দেশতথ্য//এল//

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

August 2025
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist