কুষ্টিয়ায় স্বর্ণশিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা স্বর্ণশিল্পী সমিতির নির্বাচন গতকাল সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে আইডিয়াল পলিটেকনিক ইনষ্টিটিউটে এই ভোট অনুষ্ঠিত হয়। এতে বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ৪টি বুথে ছিলেন ৪জন পোলিং অফিসার, ৪জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১জন প্রিজাইডিং অফিসার। কুষ্টিয়া জেলা পুলিশ, ডিবি, আনসার ভিডিপি, ডিএসবি সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তার সমর্থিত প্রার্থীর পক্ষে ঢাকঢোল বাজিয়ে উৎসবের আমেজ তৈরী করে। নির্বাচনে ২টি ...