কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদল ও আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিহাদ নামে ছাত্রদলের এক কর্মী আহত হলে তার মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
বুধবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বুধবার বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার খামার বাড়িতে দৌলতপুর উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে উপজেলা ছাত্রদল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সম্মেলন স্থলে।
বিকেল ৪টার দিকে তারাগুনিয়া বাজারে আকরাম ও খাইরুল নেতৃত্বে ১০-১২জনের একদল আওয়ামী লীগ কর্মী ভুরকা থেকে আসা মোটরসাইকেল বহরে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। হামলায় জিহাদ নামে একজন ছাত্রদল কর্মী আহতও হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি জানান সম্মেলন পন্ড করতেই আওয়ামী সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর। এঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে একটি মোটরসাইকেল।
