নজরুল ইসলাম সাগর : কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে জাতীয়তাবাদী দল অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বিএনপির এ নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুলের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বাহার মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রবিউল হক খান মিল্কী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সায়েম মজুমদার।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির দানা, মো. শাহ আলম, জাকির হোসেন শফি, আবদুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমান খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, সদস্য সচিব যুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post