কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে তামাক গুদামে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) মধ্যরাতে এ আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকান্তের সাথে সাথে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ড প্রকাণ্ড রূপ পরিগ্রহ হয়। লেলিহান শিখায় ভস্মিভূত হতে থাকে গুদামে রক্ষিত বিপুল পরিমাণ তামাক।
সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার স্টেশন এর অফিসার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে মোট ৩ টি গুদাম ছিল। এগুলোর মধ্যে মাঝখানের গুদামটিতে আগুন লাগে।
স্টেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১২.৫৫ মিনিটে খবর পেয়ে রাত ০১.১০ মিনিটের সময় ঘটনাস্থলে পৌঁছায়। ২৫ মিনিটের প্রচেষ্টায় রাত ০১.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আশেপাশের অবশিষ্ট গুদাম ঘর গুলো এবং বসতবাড়ি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
ক্ষতিগ্রস্ত গুদামটির মালিক মোঃ নিয়ামত আলী জানান, গুদামটিতে শিরিন টোব্যাকো কোম্পানির তামাক মজুদ ছিল। অগ্নিকাণ্ডে তার গুদামের তামাক ভস্মীভূত হয়ে তিনি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখায় কিছুটা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ লক্ষ টাকার তামাক পুড়েছে বলে জানান।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৭,২০২৩//

Discussion about this post