ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের জন্য কমিটি গঠন করেছ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, কমিটি ইকসু গঠনের জন্য সংবিধি বা গঠনতন্ত্রের খসড়া তৈরি করে উপাচার্যের নিকট জমা দেবে। পরে সেটি সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে অর্ডিন্যান্স আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত হবে।
১১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ। এছাড়া সদস্য-সচিব হলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের বাহিরে অন্য সদস্যরা হলেন, ঢাবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ একরামুল হক, চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাফর উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী।
এবিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান বলেন, আমি চিঠি এখনো হাতে পাইনি। তবে বিষয়টি শুনেছি। চিঠি পাওয়ার পরে সেখানে কী বিধি-বিধান রয়েছে সেটি দেখবো। তার আগে আমি কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত, ইকসু গঠনের দাবিতে গত ২৪ আগস্ট ‘মুভমেন্ট ফর ইকসু’ প্ল্যাটফর্মের প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। সেখানে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন।

Discussion about this post