গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় লোবেটের সাথে ধাক্কা লেগেবাবলু মৃধা নামে (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চিন্ময়নামে স্কুল শিক্ষক। তার একটি হাত ভেঙ্গে গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একটি অটোরিকশাযোগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়েনীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন বাবলু। এসময় একটি পরিবহনকে
পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে থামিয়ে রাখা লোবেটের সাথেধাক্কা লাগে যাত্রি বোঝাই অটোরিকশাটির। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতরআহত হন। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মৃতব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post