আনোয়ার হোসেন :
ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজনে প্রস্তুত কাতার, এ আসরে খেলতে প্রস্তুত বাংলাদেশও! ‘রোড টু দোহা’ এ শ্লোগান নিয়ে মূল আসরের এক মাস আগে বিশ্ব পথশিশুদের নিয়ে বিশ্বকাপ “স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ” মাঠে গড়াবে দোহা
আগামী ৭-১৬ অক্টোবর ২০২২ এ শুরু হবে পথশিশু বিশ্বকাপ। পথশিশুদের বিশ্বকাপে এবার বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিবে। আর তাদের এই স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।
এই বিশ্বকাপে অংশ নেবে ২৫ টি দেশ। আর আগামী ২০ নভেম্বর মূল পর্বে ৩২ দেশ কে নিয়ে শুরু হবে কাতার ফিফা বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ৩ অক্টোবর (সোমবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিডো’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন জানান, প্রতি দলে ৭ জন করে মেয়ে ফুটবলার অংশ নেবে। বাংলাদেশ দলে ১১ জন ফুটবলার ও একজন কোচ এবং একজন টিম লিডার থাকবে।
সংবাদ সম্মেলনে ফরহাদ হোসেন বলেন, পথেই তাদের জন্ম। পথই ছিল ঠিকানা। এখন তাদের নতুন আশ্রয় লিডো পিস হোম। যে প্রতিষ্ঠানের সহযোগিতায় এবার তাদের যাত্রা কাতারে। লক্ষ্য বিশ্বকাপ ফুটবলের ভেন্যুতে ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপে (পথশিশু বিশ্বকাপ) খেলা। । ৭-১৬ অক্টোবর বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুতে খেলবে এই শিশুরা।
দলের অধিনায়ক জেসমিন আক্তার বলেন, ‘২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পথশিশু বিশ্বকাপ ক্রিকেটে আমরা সেমিফাইনালে খেলেছিলাম। এবার পথশিশু ফুটবল বিশ্বকাপেও সেই লক্ষ্য নিয়ে যাচ্ছি।’ দলের কোচ নাজমা আক্তার বলেন, ‘প্রায় ১০ মাস বসিলা মাঠে এই মেয়েরা অনুশীলন করেছে। তাদের মধ্যে ভাল খেলার প্রতিভা লুকিয়ে রয়েছে। আমি জানি, নির্দেশনা অনুযায়ী খেলতে পারলে তারা ভাল করবে।’
পথশিশু বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ দলের জার্সি পৃষ্ঠপোষক কেএফসি, ফুড পান্ডা, টাও ফাউন্ডেশন, ইউএস বাংলা এয়ালাইন্স, ইউডব্লিউই ব্রিসটল, লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ, ইনার হুইল ক্লাব, গিব ওয়ান ব্যাক, স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট “সি ফাউন্ডেশন”, দি গ্রইং আপ ক্লাব। এদিকে, পথশিশু বিশ্বকাপ আয়োজক সংস্থা কর্তৃক যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে বাংলাদেশের মেয়েরা স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ ২০২২ এ অংশ নেয়ার সুযোগ পায়।
উল্যেখ, ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পথশিশু ক্রিকেট বিশ্বকাপে লিডো’র জেসমিন আক্তার অংশ নেয়। লর্ডসের মাঠে ক্রিকেটও খেলে জেসমিন। এ নিয়ে চতুর্থবারের মতো পথশিশুদের বিশ্বকাপ আয়োজন হচ্ছে। এর আগে দক্ষিণ আফ্রিকা (২০১০), ব্রাজিল (২০১৪) ও রাশিয়ায় (২০১৮) এসসিডব্লুউসি মাঠে গড়ায়। এ আসরে এবার হাঙ্গেরির একটি শরণার্থী দল এবং ফিলিস্তিন থেকে আসবে একটি মেয়েদের দল। বিশ্বকাপে লড়াই করতে কোচ নাজমা আকতারের কাছে কঠোর অনুশীলন করেছে জেসমিন-তাহমিনারা। তাদের অনুপ্রেরনা ও সাহায্য করতে এগিয়ে এসেছে বাফুফেও। তবে শুরুতে এই পথশিশুদের জন্মপরিচয় না থাকায় তাদের পাসপোর্ট পেতে খুবই অসুবিধায় পড়তে হয়েছিলো। সকল বাধাঁ বিপত্তি কাটিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে এই পথশিশুরা ৬ অক্টোবর যাচ্ছে কাতারের রাজধানী দোহায়।
বাংলাদেশ দলের সদস্যরা হলো- সাথী আক্তার, ফিরোজা আবিদা, আফরিন খাতুন, হামিদা আক্তার, ইতি আক্তার, মিম আক্তার তামান্না, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস ওশিন, তানিয়া আক্তার ও জেসমিন আক্তার। ছাড়া দলের কোচ হিসেবে যাচ্ছেন নাজমা আক্তার।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post