ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রথমে তিন জন নিহতের কথা জানা যায়। পরে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকার আব্বাস আলী ও তার ছেলে জাহিদুল ইসলাম এবং একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে মকজেল হোসেন ও ভাউমান এলাকার হাসেন আলীর ছেলে শওকত হোসেন। তারা সবাই ইটভাটার শ্রমিক ছিলেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা সবাই প্রতিদিনের মতো সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার টালাবহ এলাকা থেকে একটি অটোরিকশাযোগে ইটভাটায় কাজে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী অটোরিকশাটি সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শিলাবৃষ্টি পাম্পের কাছে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের ফলে যাত্রীসহ অটোরিকশাটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে শওকত, মকজেল ও জাহিদুল মারা যান। এ সময় ওই অটোরিকশা চালক রমজান আলী ও অপর শ্রমিক জাহিদুলের বাবা আব্বাস গুরুতর আহত হন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে আব্বাস মারা যান। এছাড়া অপর গুরুতর আহত অটোরিকশাচালক রমজানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপর আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ দুর্ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post