শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি॥ হে আল্লাহ তুমি আমার আব্বাকে সুস্থ্য করে দাও। ভাল করে দাও তাকে। কথা গুলো পাইকগাছার পুরাইকাটির ছোট্ট মেয়ে মরিয়াম (৫) এর। তার পিতা মোঃ লুৎফর রহমান (৩৮) এখন জটিল কিডনি রোগে আক্রভনÍ। বর্তমানে দু’টো কিডনিই নষ্ট হয়ে গেছে। প্রতি সপ্তাহে দু’বার করে ভায়োলেন্সিস করাতে লাগছে। বর্তমানে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। দু’বারের ডায়ালোসিস করাতে প্রয়োজন ৮ হাজার করে টাকা। চিকিৎসায় সর্বশান্ত অসহায় পরিবারের পক্ষে এখন আর একেবারেই সম্ভবনা। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত একিম মোড়লের ছেলে লুৎফর রহমান। বয়োবৃদ্ধ মা, স্ত্রী ও একমাত্র ৬ বছরের মেয়েকে নিয়ে বেশ সুখে-শান্তিতেই কাটছিল তাদের সংসার। তবে সুখ নামের সুখ পাখিটা বেশি দিন দীর্ঘস্থায়ি হয়নি তাদের।
গত প্রায় ৮ মাস আগে কিডনি জনিত সমস্যা ধরা পড়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম লুৎফরের। এরপর থেকে চিকিৎসায় ব্যায় হয়ে গেছে উপার্জিত সঞ্চয়ের সবগুলো টাকা। ধার-দেনাও বেড়েছে। দু’টো কিডনিই বিকল হওয়ায় সপ্তাহে দু’বার করে ডায়োলেন্সিস করা লাগছে। যা করতে সপ্তাহে দরকার অন্তত ৮ হাজার করে টাকা। যা যোগাড় করা তাদের পক্ষে একেবারেই অসম্ভব। সেজন্য তার পরিবার সকলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
ছোট্ট মেয়ে মরিয়মসহ সকলের করুণ আকূতি তার বাবাকে বাঁচাতে যথাসাধ্য সহযোগিতা করুন। তাকে সহযোগিতা করতে যোযোগ করা যাবে ০১৯২১-০৫১১৭৭ নম্বরে।

Discussion about this post