শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলার ২শ ৫০জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবাশ্বের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক সিফাত আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি জেনারেল ও ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।
এসময় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নুরনবী ইসলাম আপন। সংবর্ধনা প্রদান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Discussion about this post