কুড়িগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পূত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম মাঠে স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মো. জাফর আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরমুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রি বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//

Discussion about this post