ছাব্বির হোসেন কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়া কুমারখালীতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী পৌরসভার আয়োজনে (৩১জানুয়ারী) সোমবার দুপুরে স্পোর্টিং ক্লাব মাঠে।ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র সামছুজ্জামান অরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া-৪ সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন প্রমুখ। ফাইনাল খেলায় কুমারখালী ক্রিকেট কেয়ার একাডেমি ও মুন্সিগঞ্জ সংহতি সংঘ চুয়াডাঙ্গা কে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও সেরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দৈনিক দেশততথ্য//এল//

Discussion about this post