কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী ফল মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতাকেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কর্মকর্তাদের সাথে নিয়ে মেলার স্টল ঘুরে হরেক রকমের মৌসুমী ফল পরিদর্শন করেন।
পরে উপস্থিত অতিথি সহ সকলকে মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২৭ জুন-২০২২//

Discussion about this post