কুমারখালী প্রতিনিধি : রান্নার কাজে ব্যবহারের জন্য বড় একটি পাতিলে জমা করে রাখা হয়েছিল বৃষ্টির পানি। পাতিলটি ঘরের বারান্দার সামনের সিঁড়িতে রাখা ছিল। বারান্দায় এক বছর দুই মাস বয়সের শিশু সাদিয়া খেলা করছিল। পাশেই শিশুটির মা গৃহস্থালির কাজ করছিলেন।
হঠাৎ কখন সাদিয়া পাতিলের ভেতরে পড়ে গেছে ব্যস্ত মা তা খেয়াল করেননি। যতক্ষণে টের পেয়েছেন, ততক্ষণে পাতিলে রাখা বৃষ্টির পানিতে ডুবে শিশু সাদিয়ার মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিশু সাদিয়া ওই গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।
সাদিয়ার চাচা ফজলু জানান, কখন সাদিয়া পাতিলে পড়ে গেছে তা কেউ খেয়াল করেননি। টের পেয়ে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিলাইদহ ইউনিয়নে পরিষদের (ইউপি) ৬নং সদস্য (মেম্বার) ইকবাল বলেন, খেলা করা অবস্থায় পাতিলে রাখা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকার ঘটনার সত্যতা স্বীকার করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post