কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজ চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের এসএমই তালিকাভুক্ত বীজ ব্যবসায়ী কৃষক আবু তালেবের বাড়ির আঙ্গিনায় উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা উপ-পরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক।
মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে সুশান্ত কুমার প্রামাণিক বলেন, তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সরকার কৃষি ভর্তুকিসহ নানাভাবে উদ্ভুদ্ধ করে চলছে, তাই খুব দ্রুতই সরকারের এই পরিকল্পনা শতভাগ বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, এবছর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে পেঁয়াজের আবাদ হয়েছিল প্রায় ৫ হাজার ১ শত ১০ হেক্টর জমিতে আর চলতি বছরে পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় ৫ হাজার ৩ শত হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় ১ শত ৯০ হেক্টর বেশি। তার মধ্যে উন্নত জাতের তাহেরপুরী বারি পেঁয়াজ -১ এর চাষে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। মাঠ দিবসের আলোচনা সভা শেষে জেলার এসএমই তালিকাভুক্ত কৃষক ও কৃষি উদ্যোক্তা আবু তালেবের বারি পেঁয়াজ-১ প্রদর্শনী প্লট পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post