কুমারখালী প্রতিনিধিঃকুষ্টিয়ার কুমারখালী পৌরসভা টি -২০ ক্রিকেট টুর্ণামেন্ট -২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন।
এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা যু্বলীগের সভাপতি হারুন অর রশিদ, সদকী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বিপ, পৌরসভার কাউন্সিলর এস এম রফিক ও মাহবুবুর আলম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের আয়োজক সুত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভা টি -২০ ক্রিকেট টুর্ণামেন্ট -২০২২ এ মোট আটটি দল অংশ নিবেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুমারখালী ক্রিকেট একাডেমী ও ফরিদপুর ক্রিকেট একাডেমী একাদশ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post