এনামুল হক কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত দেড়টার দিকে সংঘটিত এক গোলাগুলির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শামীম টোকেনের বাড়ির আশপাশ থেকে গুলির ছয়টি খোসা উদ্ধার করেছে ইবি থানা পুলিশ। ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুক্রবার সকাল থেকে পুরো গ্রামজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দে ঘুম ভেঙে যায় অনেকের। আতঙ্কে বেশিরভাগ মানুষ ঘর থেকে বের হননি। কিছু সময় পর পুলিশ এসে বিএনপি নেতা টোকেনের বাড়ি ঘিরে ফেলে এবং গুলির খোসা উদ্ধার করে।
বিএনপি নেতা শামীম টোকেন অভিযোগ করেন, “রাত ১টার দিকে দুর্বৃত্তরা আমার বাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে ইবি থানা পুলিশকে খবর দিলে তারা এসে ছয়টি গুলির খোসা উদ্ধার করে।”
শামীম টোকেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সার্চ কমিটির সদস্য। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত এ কে এম ফজলুল হকের ছেলে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে দূর্বাচারা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে, যা গ্রামবাসীর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।
এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেহেদী বলেন, “আমরা ঘটনাস্থল থেকে গুলির খোসা জব্দ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Discussion about this post