কুষ্টিয়ায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। স্থানীয় সরকার শাখা কুষ্টিয়ার উপ-পরিচালক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কি নোট উপস্থাপন করেন এলজিএসপি-৩ প্রকল্পের ডিসষ্টক ফ্যাসিলিটের আখতারুজ্জামান।
দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যমকর্মী, নীতিনির্ধারক ও পরিকল্পনাবিদ, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী, নারী প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় বলা হয় গ্রামীণ জনপদের উন্নয়নের নিমিত্তে দেশের সবকটি উপজেলা এ প্রকল্পের আওতাভুক্ত।
বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে পরিচালিত এ প্রকল্প ২০১৭ সালে শুরু হয়। প্রকল্পটি ২০২২ সাল পর্যন্ত চলবে। প্রকল্পের মোট বরাদ্দের পরিমাণ ৫ হাজার ৭৪৪ দশমিক ২০ কোটি টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই করণে এলজিএসপি-৩ উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।
প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত উন্নয়ন স্ক্রীন সমূহ স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে নারীর ক্ষমতায়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্র্য হ্রাসকরণে প্রকল্পটি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে। ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও নির্বাচিত পৌরসভাকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রুপ দিতে প্রকল্পটির ভূমিকা অনস্বীকার্য।
দেশতথ্য//জা//০৬-১০-২০২২//

Discussion about this post