কুষ্টিয়ায় রমিজ হোসেন নামের এক কুপুত্র আজ শুক্রবার সকাল ৬টার দিকে তার বাবাকে হত্যা করেছে। এই ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মামলা হয়েছে।
কুষ্টিয়া সদর থানার ওসি সাব্বিরুল আলম জানান, ছেলের হাতে খুন হওয়া ওই ব্যাক্তির নাম বাবু হোসেন (৪২)। তার বাড়ি পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া। দুদিন ধরে ছেলে ও বাবার মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে এই ঝগড়া তুমুল আকার ধারণ করে। এর এক পর্যায়ে ছেলে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়িতে এসেছিলেন। খুনী পুত্র রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। সে দড়ির মিলে কাজ করে।
নিহতের স্বজনরা জানান, বাবু দুদিন আগে বাড়িতে এসে বলে, তুই দড়ির মিলে কাজ করিস। তোর কাছে টাকা আছে। তুই আমাকে টাকা দিবি। ছেলে তাতে রাজি না হওয়ায় ঝগড়া লাগে। এর জেরেই সে খুন হয়েছে।
নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। ছেলে দড়ি কারখানায় কাজ করে। তার বাবাকে টাকা না দেওয়ায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২০,২০২২//

Discussion about this post