কুষ্টিয়া প্রতিনিধি: “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল রহমান আতা, কুষ্টিয়ার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, কুষ্টিয়ার জাতীয় নারী সংস্থার চেয়ারম্যান জেব-উন-নিসা সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে ১৫ জন অসহায় হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এতে করে তাদের উপার্জনে নিজ নিজ পরিবার কিছুটা হলেও আর্থিক সহায়তা পায় এই জন্য।
এ ছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে ১৮লক্ষ ৫০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//৮ আগষ্ট-২০২২

Discussion about this post