মারফত আফ্রিদ, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মিরপুরে ৫ আগষ্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা জামায়াতের আমীর রেজাউল করিম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সোহেল রানা, উপজেলা মৎস্য অফিসার আজাদুর রহমান আজাদ প্রমুখ। অনুষ্ঠানের শেষ অংশে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত ডকুমেন্টারী প্রদর্শনী করা হয়। শেষে জুলাই আগষ্ট গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Discussion about this post