ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ, (আইডিইবি), কুষ্টিয়া জেলা শাখার পূর্ব নির্ধারিত সভা ২০ অক্টোবর সোমবার কুষ্টিয়া জেনিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় গত জুলাই-২০২৫ এ মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় আইডিইবি’র সিদ্ধান্ত মোতাবেক ৩০শে অক্টোবর-২০২৫ এর মধ্যে হালনাগাদ ভোটার তালিকা সম্পন্ন ও কুষ্টিয়া জেনিক এর নির্বাচন সম্পন্ন না হওয়ায়
প্রকৌশলী মোঃ বাদশা মামুনার রশিদ (নির্বাহী প্রকৌশলী, ইবি) -এর সভাপতিত্বে ও প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ (বাচ্চু), সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কুষ্টিয়া জেলা আইডিইবি’র সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন আলোচনাতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত সকল প্রকৌশলীবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোঃ আব্দুল বারী, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল), কুষ্টিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কে আহবায়ক ও প্রকৌশলী মোঃ আশরাফ আলী (সাবেক ভিপি, কু.প.ই. ও আহবায়ক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন,প্রকৌশলী জনাব মোঃ শওকত আলী (সাবেক সহকারী প্রকৌশলী, LGED), প্রকৌশলী মোঃ জসিউর রহমান (সহকারী প্রকৌশলী, PWD), প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেনিক), প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম (উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ সভাপতি, খুলনা সার্কেল), প্রকৌশলী মোঃ হারুন উর রশিদ(সাবেক চাকরি বিষয়ক সম্পাদক, জেনিক), প্রকৌশলী মোঃ হাসানুর রহমান রনি (ইন্সট্রাক্টর- মেকানিক্যাল, সভাপতি- পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতি), প্রকৌশলী মোঃ সৈকত আহমেদ (সাধারণ সম্পাদক, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতি), প্রকৌশলী মোঃ ইয়ামিন হক(উপ-সহকারী প্রকৌশলী ও আঞ্চলিক বাপাউবো সাধারণ সম্পাদক), প্রকৌশলী মোঃ তওফিক হাসান রওনক(সাবেক জিএস, কু.প.ই) প্রকৌশলী মোঃ রেজাউর রহমান(উপ-সহকারী প্রকৌশলী, LGED), প্রকৌশলী এস এম আশরাফুল করিম শাওন (সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, জেনিক), প্রকৌশলী মোঃ দুলাল উদ্দিন সরকার (সাধারণ সম্পাদক, ভোকেশনাল শিক্ষক সমিতি, কুষ্টিয়া জেলা শাখা), প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন (উপ-সহকারী প্রকৌশলী, পল্লীবিদুৎ, কুষ্টিয়া) সহ অন্যান্য প্রকৌশলী বৃন্দ।
প্রিন্ট করুন







Discussion about this post