র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০২ সেপ্টেম্বর রাত ২০:৩৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চড়দিয়ার গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৪০০ (চারশত) পিছ টাপেন্টাডল ট্যাবলেট, যার মূল্য আনুমানিক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা সহ ০১ জন আসামী মোঃ ফজলুল হক (৪৫), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-গোপীনাথপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০২,২০২২//

Discussion about this post