নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪/০১/২৪ইং তারিখ বিকেলে কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড এর গেটের সামনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু মনি সাকলায়েন এলিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলাম লতিফ।
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেড শ্রমিক ফেডারেশনের এর সাবেক সভাপতি নিজাম উল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, খাতের আলী কলেজের প্রভাষক সত্য শাহা, বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, আঁখ চাষী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর খয়বার আলী, কুষ্টিয়া সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মীর আব্দুল আজিজ, সালামত আলী বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কুষ্টিয়া সুগার মিলস্ লিমিটেডে আঁখ মাড়াই কার্যক্রম পুনরায় চালুর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, বর্তমানে যে হারে চিনির দাম বেড়েছে এতে সরকার যদি মিলটির আখ মাড়াই পুনরায় চালু করে তবে প্রতিবছর কোটি কোটি টাকা আয় করা সম্ভব হবে এই মিল থেকে। কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন বক্তারা। সেই সাথে এ আন্দোলনকে বেগবান করার জন্য কি কি করণীয় সেই সম্পর্কে দিকনির্দেশনা দেন। এবং সেই সাথে এই আন্দোলনের সাথে একত্বতা ঘোষণা করেন তারা।
মতবিনিময় সভা পরিচালনায় সহযোগিতা করেন কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম। এছাড়াও এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সুগার মিল আধুনিকায়ন ও রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক বাপ্পী আহমেদ, সদস্য আবদার হোসেন মেম্বার, সত্য বিশ্বাস, মাহাবুল ইসলাম, জহুরুল ইসলাম, আব্দুস সোবাহান, জীবন আহমেদ, মামুন বিশ্বাস, আনোয়ার জাহিদ, ফায়জুল ইসলাম, সিহাব উদ্দিন, করিমুল ইসলাম, শান্ত বিশ্বাস ও রমজান প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৪,২০২৪//

Discussion about this post