কুষ্টিয়ার কুমারখালী উপজেলাতে ২০২২-২০২৩ অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি কুষ্টিয়া’র আয়োজনে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মাঠে রবি মৌসুমে বøক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ-এর যান্ত্রিকী বোরো ধানের চারা রোপন শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। কৃষিবিদ মোহাঃ জাকারিয়া হাসান, ফিল্ড অফিস কো-অর্ডিনেটর, সিমিট বাংলাদেশ, ফরিদপুর। কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুষ্টিয়া। কৃষিবিদ দেবাশীষ কুমার দাস, কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার প্রমুখ।
চলতি বছর উপজেলাতে ধানের চারা রোপন যন্ত্রের (রাইচ ট্রান্স প্লান্টার) মাধ্যমে এ কার্যক্রমের শুরু করা হয়। নন্দলালপুর এলাকার ৯৫ জন কৃষকের মধ্যে ৫০একর জমিতে ৪হাজার ৫শটি ট্রের হাইব্রীড জাতের ধানের চারা রোপন করা হবে। চারা রোপন যন্ত্রের (রাইচ ট্রান্স প্লান্টার) সাহায্যে ঘন্টায় ৪০ শতাংশ জমিতে ধান রোপন করা সম্ভব। জমিতে সময়, শ্রম ও শ্রমিক কম লাগাতে চাষীরা এ পদ্ধতিতে ধানের আবাদ করবেন বলে জানান চাষীরা।
খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,২৯ জানুয়ারি ২০২৩

Discussion about this post