কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদরের ইবি থানায় ২০০৩ সালে গড়ে উঠা একটি বে -সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে বর্তমানে ১৫০ জন শিক্ষার্থীও ৪ জন শিক্ষক। স্কুলের চারিদিকে টিনশেট আর খোলামেলা যায়গায় ক্লাস চলেছে ১৯ বছর। এতদিন কোন মেরামত হয়নি স্কুলটিতে।বর্তমানে তা জরাজীর্ন অবস্থায় পরে আছে।এখানে স্কুল আছে বলেই অনেক সরকারী কর্যক্রমও অনুষ্ঠিত হয়েছে
অনেক হতাশা আর ভয়ে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের।চারিদিকে নড়বড়ে খুটি,ও টিন। স্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, বিত্তিপাড়ার ৪/৫ কিলোমিটারের মধ্যে কোন স্কুল নাই।তাই ২০০৩ সালে এই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়টি গড়ে ওঠে। এইদিকে উক্ত স্কুলের শিক্ষকও শিক্ষার্থীরা জানান যে চারিদিকে টিনের বেড়া নষ্ট হয়ে যাওয়ায় রাতের আধারে স্থানীয় ছেলেরা বেঞ্চের উপর প্রসাব, পায়খানা,ও আবার অনেকেই মাদক সেবন করেন।এই কারনে অনেক ছাত্র,ছাত্রী লেখা পড়া বন্ধ করে দিয়েছে।এই বিত্তিপাড়া সমাজে এইটা একটি লজ্জাজনক বিষয় বলে আরো জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ও স্থানীয় সাধারণ জনগন উক্ত স্কুলটি মেরামত বা আর্থিক সাহায্যে করে স্কুলটি টিকিয়ে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন,উদ্ধতন কতৃপক্ষের নিকট।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post