কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সাগর(সাকবর) এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহিষকুন্ডি ফুটবল মাঠে এ সভার আয়োজন করে কুষ্টিয়া জেলা কৃষক দল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
এসময় বক্তারা বলেন, বিগত ২০২৩ সালের ২৫শে অক্টোবর খুনি হাসিনা সরকারের পেটুয়া পুলিশ বাহিনীর নির্যাতনে কৃষকদল নেতা শাহাদাত বরণ করেছিল। ২০২৩ সালে যখন সৈরাচার বিরোধী আন্দোলন চলছিল এই আন্দোলনকে নষ্ট করার জন্য পুলিশের পেটুয়া বাহিনী তাকে হত্যা করেছিল। আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে আমি মনে করি সাকবর ভাইয়ের রক্তের বিনিময়ে এ সুযোগ সৃষ্টি হয়েছে। শাকবর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হতেই হবে।
কৃষক দল নেতা প্রয়াত মেহেদী হাসান সাগর (সাকবর) এর সহধর্মীনী সুমাইয়া আক্তার কাজলী’র সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন উপজেলা ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলতাব হোসেন,সাধারন সম্পাদক শহিদ উদ্দিন সরকার মঙ্গল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সম্পাদক আল নাহিয়ান সজিব,কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম বিশ্বাস,বিএনপি নেতা বিল্লাল হোসেন,জুলফিকার ভুট্টো, জিল্লুর রহমান জনি,আব্দুল মাজেদ প্রমুখ।
এহ/26/10/24/ দেশ তথ্য

Discussion about this post